বিনোদন
তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট অক্ষয় হোটেল শেফ ছিলেন

শুভ জন্মদিন! অক্ষয় কুমার!
পড়ুন: মিটুতে সরব হয়েছিলেন শ্রীলেখা এবার যৌন হেনস্থার অভিযোগ আনলেন
চলচ্চিত্র তালিকা
| সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | মন্তব্য |
| ১৯৮৭ | আজ | কারাটে মাস্টার | মহেশ ভাট | ৭ মিনিটের উপস্থিতি |
| ১৯৯১ | সুগন্ধ | শিবা কৃপালিনি | রাজ শিপ্পি আকাশ মেহরা নাদির ইরানী | |
| ডান্সর | রাজু | কিশোর ভায়াস | ||
| ১৯৯২ | খিলাড়ি | রাজ মালহোত্রা | আব্বাস বার্মাওয়ালা | |
| মিস্টার বন্ড | মি. বন্ড | রাজ শিপ্পি | ||
| দিদার | আনন্দ মালহোত্রা | প্রমদ চক্রবর্তী | ||
| ১৯৯৩ | বিষ্নু বিজয় | বিজয় রয় | কেশু রামসায় | কন্নড় এবং হিন্দিতে দ্বিভাষিক মুক্তি দেওয়া হয় |
| অসান্ত | ||||
| দিল কি বাজি | বিজয় কাশ্যপ | অনিল গাঙ্গুলি | ||
| কায়দা কানুন | দাউদ দুরানি | প্রদ্বিপ মনি | ||
| বকত্ হামারা হে | বিকাশ সবকুচওয়ালা | ভরত রঙ্গচারি | ||
| সৈনিক | সুরজ দত্ত | সিকান্দার ভারতী | ||
| ১৯৯৪ | এলান | বিশাল চৌধুরী | গুড্ডু দানোয়া | |
| ইয়ে দিলাগি | বিজয় সাইগাল | নরেশ মালহোত্রা | ||
| জয় কিশান | জয় / কিশান | সুনিল অগ্গিহোত্রি | ||
| মহরা | অমর সেক্সেনা | রাজিব রাই | ||
| ম্যা খিলাড়ী তু আনাড়ি | কারন জগ্লেকার | সমির মাল্কান | ||
| এক্কে পে এক্কা | রাজিব | রাজ শিপ্পি | ||
| আমানত | অমর কুমার | রাজ শিপ্পি | ||
| সুহাগ | রাজ সিনহা | কুকু কোহলি | ||
| জাখমি দিল | জাবেদ আনন্দ | রাজু সুবারমানিয়াম | ||
| জালিম | রবি | সিকান্দার ভারতি | ||
| হাম হুয়ে বেমিসাল | বিজয় সিনহা | দিপক বাহরি | ||
| ১৯৯৫ | পানদেভ | বিজয় কুমার | রাজ শিপ্পি | |
| মেদান এ জাং | কারন সিং | কে.সি. বোকাদিয়া | ||
| নাজার কে সামনে | জয় কুমার | জগদিশ শর্মা | ||
| সাবসে বাড়া খিলাড়ি | বিজয় কুমার / লুল্লু | উমেশ মেহরা | ||
| ১৯৯৬ | তু চোর মে সিপাহি | অমর বর্মা | গুড্ডু দানোয়া | |
| খিলাড়িও কা খিলাড়ি | আকাশ মালহোত্রা | উমেশ মেহরা | ||
| সাপুত | প্রেম সিংঘানিয়া | জগদ্বিশ শর্মা | ||
| ১৯৯৭ | লাহু কি দো রঙ | সিকান্দার দেভাই | মেহুল কুমার | |
| ইনসাফ: দ্যা ফাইনাল জাস্টিস | বিক্রম “ভিকি” সিং জৈন | দয়াল নিহালানী | ||
| দেবা | অর্জুন সারোয়ার | সুনিল অগ্নিহোত্রী | ||
| তারাজু | রাম য়াদব | বিমল কুমার | ||
| মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি | রাজন্ত “রাজা” কাপুর (মিস্টার খিলাড়ি) | ডেভিট ধাবন | ||
| দিল তো পাগাল হে | অজয় | যশ চোপড়া | অতিথি হিসাবে বিশেষ উপস্থিতি | |
| আফলাতুন | রকি / রাজা | গুড্ডু দানোয়া | ||
| ১৯৯৮ | কিমত – দে আর ব্যাক | দেব | সমির মাল্কান | |
| আঙ্গারে | অমর | মহেশ ভাট | ||
| বারুদ | জয় শর্মা | প্রমদ চক্রবর্তি | ||
| ১৯৯৯ | সাংঘর্ষ | আমান বর্মা | তানুজা চন্দ্র | |
| ইন্টারন্যাশনাল খিলাড়ী | রাহুল “দেবরাজ আনন্দ” | উমেশ মেহরা | ||
| জুলমি | রাজ মালহোত্রা | কুকু কোহলি | ||
| জানয়ার | বাদশা / বাবু লাোহার | সুনিল দর্শন | ||
| আরজু | বিজয় খান্না | লরেন্স ডিসুজা | ||
| ২০০০ | হেরা ফেরি | রাজু | প্রিয়দর্শন | |
| ধড়কন্ | রাম বর্মা | ধর্মেশ দর্শন | ||
| খিলাড়ি ৪২০ | দেব কুমার মালহোত্রা / আনন্দ কুমার মালহোত্রা | নীরাজ ভোরা | ||
| ২০০১ | এক রিস্তে: দ্যা বন্ড অব লাভ | অজয় কাপুর | সুনিল দর্শন | |
| আজনবি | বিক্রম বাজাজ | আব্বাস বর্মাবালা মুস্তান বর্মাবালা | ||
| ২০০২ | হ্যায় ম্যায়নে বি পেয়ার কিয়া | রাজ মালহোত্রা | ধর্মেশ দর্শন | |
| আঁখে | বিশ্বাস প্রজাপতি | বিপুল অমরুতুল শাহ সারং দেব পন্ডীত | ||
| আওয়ারা পাগল দেওয়ানা | গুরু গুলাপ কার্তি | বিক্রম ভাট | ||
| জানি দুশমন: এক আনোকি কাহানি | অতুল | রাজকুমার কোহলি | ||
| ২০০৩ | তালাশ: দ্যা হার্ট বিগেইন্স..আন্দাজ | অর্জুন | সুনিল দর্শন | |
| আন্দাজ | রাজ মালহোত্রা | রাজ কানওয়ার | ||
| ২০০৪ | খাকি | শেখর বর্মা | রাজকুমার সান্তশি | |
| পুলিশ ফোর্স: এ্যান ইনসাইড স্টোরি | বিজয় সিং | দিলীপ শুক্লা | ||
| এ্যান: ম্যান এট ওয়ার্ক | হরি ওম পট্টনায়েক | মধুর ভানদরকার | ||
| মুজসে শাদি করোগি | অরুন খান্না / সানি | ডেভিট ধাবন | ||
| হাত্যা: দ্য মার্ডার | রবি লাল | কাদের কাশ্মীরি | ||
| এ্যতরাজ | রাজ মালহোত্রা | আব্বাস বার্মওয়ালা মুস্তান বার্মওয়ালা | ||
| মেরি বিবি কা জওবাব নেহি | অজয় | এস এম ইকবাল | ||
| মিত্তের পেয়ার নু হাল মুরিদান দা কেহনা | রতন আউলাখ | বর্ণনাকারী হিসাবে কৃতিত্ব পাঞ্জাবী চলচ্চিত্র | ||
| ঘার গিরস্তি | স্বভূমিকা | মহেশ টিল্লকার | ||
| আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিয়ো | রাজীব সিং | অনিল শর্মা | ||
| ২০০৫ | ইনসান | আমজাদ | কে. সুবাস | |
| বেওয়াফা | রাজা | ধর্মেশ দর্শন | ||
| বকত্: দ্যা রেস এগেইনস্ট টাইম | আদিত্য ঠাকুর | বিপুল অমরুতলাল শাহ | ||
| গরম মসলা | মাক্রান্দ “ম্যাক” দেশপান্ডে | প্রিয়দর্শন | ||
| দিওয়ানা হুয়ে পাগল | রকি হিরান্দানি | বিক্রম ভাট | ||
| দোস্তি: ফেন্ডস ফরএভার | রাজ মালহোত্রা | সুনিল দর্শন | ||
| ২০০৬ | ফ্যামিলি – টাইস অব ব্লাড | শেখর ভাটিয়া | রাজ কুমার সন্তসি | |
| মেরে জীবন সাথী | বিকি | সুনিল দর্শন | ||
| হামকো দিওয়ান কর গায়া | আদিত্য মালহোত্রা | রাজ কানওয়ার | ||
| ফির হেরা ফেরি | রাজু | নেরাজ বোরা | ||
| জান ই মান | অগস্তিয়া রাও | শিরিশ কুন্দর | ||
| ভাগম ভাঘ | বান্টি | প্রিয়দর্শন | ||
| ২০০৭ | নমস্তে লন্ডন | অর্জুন সিং | বিপুল অমরুতলাল শাহ | |
| হেই বেবি | অরুষ মেহরা | সাজিদ খান | ||
| ভুল ভুলাইয়া | আদিত্য শ্রীবাস্তব | প্রিয়দর্শন | ||
| ওম শান্তি ওম | স্বভূমিকা | ফারাহ খান | অতিথি হিসাবে উপস্থিতি | |
| ওয়েলকাম | রাজিব সাইনি | আনিস বাজমি | ||
| ২০০৮ | তাশান | বচ্চন পান্ডে | বিজয় কৃষ্ণ আচারি | |
| সিং ইস কিং | হ্যাপি সিং | আনিস বাজমি | ||
| জাম্বো | জুম্ব | কম্পিন কেমগামনির্ড | কণ্ঠ | |
| ২০০৯ | চাদনি চক টু চায়না | সিদু শর্মা | নিখিল আদভানী | |
| ৮ x ১০ তাসবির | জয় পুরি / জিৎ পুরি | নাগেশ কুকুনুর | ||
| কম্বক্ত ইশক | বিরাজ শেরগিল | সাব্বির খান | ||
| ব্লু | অরব মালহোত্রা | এ্যান্থোনি ডিসুজা | ||
| দে দান দান | নিতিন বন্কর | প্রিয়দর্শন | ||
| হ্যালো ইন্ডিয়া | — | শবনম কাপুর | ||
| ২০১০ | জানে কাহাসে আয়ি হ্যায় | স্বভূমিকা | মিলাপ জাভেরি | অতিথি হিসাবে উপস্থিতি |
| হাউসফুল | আরুষ | সাজিদ খান | ||
| খাট্টা মিঠা | সচিন তাইকুলে | প্রিয়দর্শন | ||
| এ্যাকশন রিপ্লে | কিশান কুমার | বিপুল অমরুতলাল শাহ | ||
| তিস মার খান | তাবরেজ মির্জা খান/তিস মার খান/টিএমকে | ফারাহ খান | ||
| ২০১১ | পতিয়ালা হাউজ | পারঘট সিং ’গাট্টু’ কাহলোন / কালী | নিখিল আদভানী | |
| থ্যাংক ইউ | কিশান | আনিস বাজমি | ||
| চালো দিল্লি | বিক্রম রানা | শাসন্ত শাহ | অতিথি হিসাবে উপস্থিতি | |
| ব্রেকওয়ে | স্বভূমিকা | রবার্ট লিবারম্যান | এটির প্রযোজক “সেরা দি কৌম” গানে বিশেষ উপস্তিতি | |
| দেশী বয়েজ | জিঙ্গেস পাতিল / জেরি / রক্কো | রহিম ধাবন | ||
| হাউসফুল ২ | সানি | সাজিদ খান | ||
| ২০১২ | রাওডি রাঠোর | বিক্রম রাঠোর / শিবা | প্রভু দেবা | |
| জোকার | রাজকুমার / অগাস্তিয়া | শিরিশ কুন্দের | প্রযোজক | |
| ওএমজি – ওহ মাই গড! | কৃষ্ণা বসুদেব যাদব | উমেশ শুক্লা | প্রযোজক | |
| খিলাড়ি ৭৮৬ | বাহাত্তর সিং / তেহাত্তর সিং | আশিস আর. মোহন | ||
| ২০১৩ | ভাজি ইন প্রবলেম | বক্ষি কুমার | সমিপ খাং | প্রযোজক পাঞ্জাবী ভাষার চলচ্চিত্র |
| স্পেশাল ২৬ | অজয় সিং | নিরাজ পান্ডে | ||
| ৭২ মাইলস – এক প্রবাস | — | রাজিব পাতিল | প্রযোজক মারাঠি ভাষার চলচ্চিত্র | |
| ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই দোবারা! | শোয়াইব খান | মিলান লুথরিয়া | ||
| বস | সুরেকান্ত শাস্ত্রি / বস | এ্যান্থনি ডিসুজা | ||
| বোম্বে টকিজ | স্বভূমিকা | অনুরাগ কাশ্যপ করণ জোহর জয়া আখতার দিবাকর ব্যানার্জি | “আপনা বোম্বে টকিজ” গানে বিশেষ উপস্থিতি | |
| দিল পরদেশি হো গেয়া | — | ঠাকুর তপস্বী | বিশেষ উপস্থিতি পাঞ্জাবী ভাষার চলচ্চিত্র | |
| ২০১৪ | হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি | বিরাট বক্ষী | এআর মুরুগাদোস | |
| অন্তর | — | গৌরী কারেকর সারবাতে | প্রযোজক মারাঠি ভাষার চলচ্চিত্র | |
| ফাগলি | স্বভূমিকা | কবির সদানন্দ | অতিথি হিসাবে উপস্থিতি | |
| এন্টারটেইনমেন্ট | আখিল লোখান্দি | সাজিদ-ফরহাদ | ||
| দ্য শৌখিনস | স্বভূমিকা | অভিষেক শর্মা | প্রযোজক | |
| ২০১৫ | বেবি | অজয় | নীরাজ পান্ডে | |
| হ্যায় ব্রো | স্বভূমিকা | অজয় চন্দক | “বিরজু” গানে বিশেষ উপস্থিতি | |
| গাব্বার ইজ ব্যাক | গাব্বার/আদিত্য | কৃষ | ||
| ব্রাদার্স | ডেভিড ফার্নান্দেজ | কারন মালহোলত্রা | ||
| সিং ইজ ব্লিং | মি. সিং | প্রভু দেবা | ||
| ২০১৬ | এয়ারলিফট | রণজিৎ কত্যাল | রাজা কৃষ্ণ মেনন | |
| হাউসফুল থ্রি | কুনাল শেঠি | সাজিদ-ফরহাদ | ||
| ২০১৭ | টয়লেট: এক প্রেম কথা | কেশব শরমা | শ্রী নারায়ন সিং | |
| ২০১৯ | মিশন মঙ্গল | রাকেশ ধাওয়ান | জগণ শক্তি | |
| হাউসফুল ফোর | সামান সিং ওয়াধওয়া | সাজিদ – ফরহাদ | ||
| গুড নিউজ | বরুণ বাত্রা | করণ জোহর | ||
| ২০২০ | লক্ষ্মী | আসিফ | রাঘব লরেন্স | |
| ২০২১ | বেল বটম | আনসুল মালহোত্রা | রঞ্জিত এম. তিওয়ারি | |
| সূর্যবংশী | সূর্যবংশী | রোহিত শেঠী | ||
| অতরঙ্গি রে | সাজ্জাদ | আনন্দ এল. রাই | ||
| ২০২২ | বচ্চন পাণ্ডে | বচ্চন পাণ্ডে | ফরহাদ সামজি | |
| সম্রাট পৃথ্বীরাজ | পৃথ্বীরাজ | চন্দ্রপ্রকাশ দ্বিবেদী | ||
| রক্ষা বন্ধন | লালা কেদারনাথ আগারওয়াল | আনন্দ এল. রাই | ||
| ২০২৩ | সেলফি | বিজয় কুমার | রাজ মেহতা | |
| ওহ মাই গড! ২ | লর্ড শিবা | অমিত রাই | ||
| ২০২৪ | বাদে মিয়া ছোট মিয়া ক্যাপ্টেন ফিরোজ “ফ্রেডি” [১৮৮] সরফিরা বীর মাত্রে [189][190] খেল খেল মে ঋষভ মালিক [191] স্ট্রী 2 সারকাতার বংশধর ক্যামিও উপস্থিতি [192] সিংহম আবার † ডিসিপি বীর সূর্যবংশী “সূর্য” ক্যামিও উপস্থিতি | |||
| ২০২৫ | কান্নাপ্পা †শিবা তেলেগু ফিল্ম; ক্যামিও উপস্থিতি [194] স্কাই ফোর্স † TBA সম্পন্ন [195] জলি এলএলবি 3 † অ্যাডভোকেট জগদীশ্বর “জলি” মিশ্র চিত্রগ্রহণ [196] হাউসফুল 5 †টিবিএ চিত্রগ্রহণ [197] দ্য জঙ্গলে স্বাগতম † রাজীব চৌহান চিত্রগ্রহণ [198] শঙ্করা † সি. শঙ্করন নায়ার চিত্রগ্রহণ [199] হেরা ফেরি 3 † রাজু ফিল্মিং [200] বেদাত মারাঠে বীর দাউদলে সাত †ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠি ফিল্ম; ক্যামিও চেহারা | |||
বিনোদন
মোনালি বলেছিলেন তিনি বিবাহিত কিন্তু সত্যি কি তাই

জন্ম ০৩ নভেম্বর ১৯৮৫
কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
পিতা শক্তি ঠাকুর
মাতা মিনতি ঠাকুর
দিদি মেহুলি ঠাকুর
জীবন সঙ্গী মাইখ রিখটার (অসমর্থিত)
সাল ২০২০। একটি জনপ্রিয় সর্ব ভারতীয় সংবাদপত্রের পাতা। সে পাতায় ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। ২০২০ সালে প্রকাশিত সেই সাক্ষাৎকারে মোনালি স্বীকার করেছিলেন যে তিনি বিবাহিত। তার তিন বছর আগে অর্থাৎ ২০১৭ সালে তিনি নাকি বিয়ে করেছেন। পাত্র এক সুইডিশ রেস্তোরাঁ মালিক। নাম মাইক রিখটার।
২০১৭ থেকে ২০২০। তিন বছর মোনালি তাঁর বিয়ে গোপন করেছিলেন। না কোন সংবাদ মাধ্যম। না কোন সমাজ মাধ্যম। কোথাও প্রকাশিত হয়নি মোনালির বিয়ের খবর। বিয়ের আংটি কখনও ভুলবশত ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যেত। তার থেকে অনেকে মোনালির বিয়ের খবর জানতে উৎসুক থাকতেন। কিন্তু মাইক এবং মোনালি দুজনেই অত্যন্ত সফল ভাবে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন।
আরও পড়ুন: টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল
এবার আসা যাক আর একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রের প্রসঙ্গে। তারিখ ১ আগস্ট ২০১৭। সেখানেও ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। শুরুতে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু মোনালি বিয়ের খবর অস্বীকার করেছেন। বলেছিলেন, ‘বিয়ে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বিয়ে হলে জানাবেন।’ এমন কি বয়ফ্রেণ্ডের নাম পর্যন্ত বলতে চাননি। কেন এত গোপনীয়তা, সেটা মোনানিই বলতে পারবেন।
মোনালি শক্তি ঠাকুরের ছোট মেয়ে। জন সমক্ষে প্রথম আবির্ভাব গায়িকা রূপে। অভিনয় তার পরে। বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’তে প্রথম অভিনয়। মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায়। এরপর অভিনয় করেছেন আরও দু-একটি টেলিভিশন ধারাবাহিকে। এক দিন রাজা সেন প্রস্তাব দিলেন তাঁর ছবিতে অভিনয়ের জন্য। ছবির নাম ‘কৃষ্ণকান্তের উইল।’ মোনালিকে, রাজা সেন ভ্রমরের চরিত্রে ভেবেছিলেন।
বিনোদন
টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

দীপক ওরফে চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের এক সফল অভিনেতা এবং পরিচালক। তিনি প্রখ্যাত কার্টুনিস্ট শায়লা চক্রবর্তীর ছেলে। এছাড়াও তিনি একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য।
চলচ্চিত্র তালিকা
| সাল | চলচ্চিত্র/ ধারাবাহিক | চরিত্র | মন্তব্য/পুরস্কার |
| ১৯৮১ | সোনায় সোহাগা | অভিনেতা | |
| ১৯৮৯ | মর্যাদা | পরিচালক | |
| ১৯৯৪ | ফিরিয়ে দাও | পরিচালক | |
| ১৯৯৫ | কেঁচো খুঁড়তে কেউটে | অভিনেতা এবং পরিচালক | |
| ১৯৯৫ | সংসার সংগ্রাম | পরিচালক | |
| ১৯৯৬ | ভয় | পরিচালক | |
| ২০০০ | বস্তির মেয়ে রাধা | পরিচালক | |
| ২০০২ | মানুষ অমানুষ | পরিচালক | |
| ২০১৪ | চতুষ্কোণ | অভিনেতা | |
| ২০১৬ | ষড়রিপু | অভিনেতা | |
| ২০১৬ | কিরীটী রায় | কিরীটী রায় | অভিনেতা (নাম ভূমিকা) |
আরও পড়ুন: পদ্মিনীর নাচ দেখে রাজ কাপুর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন
বিনোদন
নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে

ছোটবেলায় নাচতে ভালো লাগত। আশাজি সম্পর্কে মামি। মামির গান খুব পছন্দ। মামির গানে নাচতে দারুণ লাগে। নাচের মুদ্রা কিন্তু নিজস্ব। সে মুদ্রা কেউ শেখায়নি। গান আশাজির, স্টেপ নিজের। কোন এক অনুষ্ঠানে, পদ্মিনী এভাবেই নাচছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ কাপুর। দেখছিলেন পদ্মিনীর নাচ। নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে। পদ্মিনীর তখন কি এমন বয়স। বলিষ্ঠ স্বরে বলেছিলেন, আমি তো অভিনয় করি। এই আত্মবিশ্বাস রাজের ভালো লেগেছিল। পদ্মিনী মনে করেন, সম্ভবত এই কারণে রাজ কাপুর তাঁকে ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে নিয়েছিলেন।
পিতা পন্ধরীনাথ কোলহাপুরী। মা নিরুপমা কোলহাপুরী। তিন বোনের মধ্যে পদ্মিনী কোলহাপুরী দ্বিতীয়। বড় বোন শিভাঙ্গী কোলহাপুরীকে বিয়ে করেছেন শক্তি কাপুর। ছোট বোন তেজস্বিনী কোলহাপুরীও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পদ্মিনীর ঠাকুরদা পণ্ডিত কৃষ্ণ রাও কোলহাপুরী এবং লতাজি, আশাজির পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ‘বলবন্ত নাটক আকাদেমি’তে এক সাথে কাজ করেছেন। পদ্মিনীর মা নিরুপমা (পন্ধরীনাথের স্ত্রী) ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সৎ বোন। সেই সূত্রে, পদ্মিনী আবার লতাজি এবং আশাজির ভাগ্নী।
আরও পড়ুন: ঋষিকেশ বহিরাগত হয়েও বলিউডে জায়গা করে নিয়েছিলেন
পদ্মিনীর মা নিরুপমা ছিলেন কোঙ্কণী ব্রাহ্মণ সন্তান। বসবাস ছিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে। বাবার তরফে, পদ্মিনীর পূর্ব পুরুষের বসবাস ছিল মহারাষ্ট্রের কোলহাপুরে। মূলত পিতৃ সূত্রে, পদ্মিনীর নামের সাথে যুক্ত হয়েছে কোলহাপুর।
মধ্যবিত্ত মহারাষ্ট্রীয় কোঙ্কণী পরিবারের সন্তান, পদ্মিনীর ছোট বেলা কেটেছে প্রবল দারিদ্রের মধ্যে। পদ্মিনী দেখেছে, সংসার চালাতে বাবা কেমন হিমশিম খেতেন। আয় বাড়াতে, পন্ধরীনাথ গান শেখাতে শুরু করেছিলেন। তাতে অবশ্য সংসারের হাল ফিরেছিল। তবে তা সেরকম কিছু নয়।

