ক্রিকেট
শিখরে থেকে বিদায় ধাওয়ান আর খেলবেন না ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ খবর। ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন শিখর ধাওয়ান। শিখরে থেকে বিদায় ধাওয়ান আর খেলবেন না ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি। একই সাথে ঘরোয়া ক্রিকেট থেকেও সরে গেলেন। সমাজ মাধ্যমে ধাওয়ান জানিয়েছেন, তাঁর সিদ্ধান্ত।
শিখরের বয়স এখন আটত্রিশ। ভারতের হয়ে শেষ খেলেছেন বাইশের ডিসেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে। তারপর থেকে বাদ জাতীয় দল থেকে। দলের হয়ে ওপেন করতেন শিখর। তাঁর জায়গায় দলে আসেন শুবনাম। ভিডিয়ো বার্তায় ধাওয়ানের গলায় ছিল বেদনার সুর। বলেছেন, “আমার একটাই লক্ষ্য ছিল। তা হল দেশের হয়ে খেলা। সে লক্ষ্য পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। তাদের কাছে আমি কৃতজ্ঞ।“
মেসি রোনাল্ডোর পরে লামিনে ইয়ামাল কি নতুন ফুটবল হিরো
আইসিসি প্রতিযোগিতায় শিখর ছিলেন ধারাবাহিক ভাবে সফল। ওয়ান ডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ব্যাটিঙ গড়ে আছেন সেরা ব্যাটারদের তালিকায়।
শিখর ধাওয়ানের পরিসংখ্যান
ওয়ান ডে বিশ্বকাপ
| ম্যাচ | রান | গড় | স্ট্রাইক রেট | শত রান | অর্ধ শত রান | সর্বোচ্চ স্কোর |
| ১০ | ৫৩৭ | ৫৩.৭০ | ৯৪.২১ | ৩ | ১ | ১৩৭ |
টেস্ট
| ম্যাচ | রান | গড় | শত রান |
| ৩৪ | ২৩১৫ | ৪০.৬১ | ৭ |
ওয়ান ডে
| ম্যাচ | রান | গড় | শত রান |
| ১৬৭ | ৬৭৯৩ | ৪৪.১১ | ১৭ |
টি-টোয়েন্টি
| ম্যাচ | রান | গড় | অর্ধ শত রান |
| ৬৮ | ১৭৫৯ | ২৭.৯২ | ১১ |
ক্রিকেট
অশ্বিন টেস্টে পাঁচশোর বেশি উইকেট পেয়েছেন

রবিচন্দ্রন অশ্বিন
জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৮৬
চেন্নাই, তামিলনাড়ু, ভারত
স্ত্রী: পৃথ্বী নারায়ণন
শুভ জন্মদিন! রবিচন্দ্রন অশ্বিন!
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি শিখর ধাওয়ান আর খেলবেন না ক্রিকেট
