Connect with us

বিনোদন

কারিনার মতে তার নাম আন্না কারেনিনা থেকে নেওয়া

Published

on

কারিনা কাপুর

(বিবাহোত্তর কারিনা কাপুর খান)

জন্ম: সেপ্টেম্বর ২১, ১৯৮০)

মুম্বাই, মহারাষ্ট্র, ভারত

স্বামী: সাইফ আলি খান

শুভ জন্মদিন! কারিনা কাপুর!

চলচ্চিত্র তালিকা

সালচলচ্চিত্রচরিত্রমন্তব্য
২০০০রিফিউজিনাজনীন “নাজ” আহমেদফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার
২০০১মুঝে কুচ কেহেনা হ্যায়পূজা সাক্সেনা
ইয়াদেইশা সিং পুরি
আজনবীপ্রিয়া মালোত্রা
অশোকাকৌরকিমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
কভি খুশি কভি গাম…পূজা “পূ” শর্মামনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
২০০২মুঝসে দোস্তি কারোগি!টিনা কাপুর
জীনা স্রিফ মেরে লিয়েপূজা / পিংকি
২০০৩তালাশ: দ্য হান্ট বিগিনস…টিনা
খুশিখুশি সিং (লালি)
ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁসানজানা
এলওসি কারগিলসিমরান
২০০৪চামেলীচামেলীফিল্মফেয়ার বিশেষ পুরস্কার
যুবামীরা
দেবআলিয়াফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
ফিদানেহা মেহরা
এইত্‌রাজপ্রিয়া সাক্সেনা / মালোত্রা
হালচালআঞ্জলী
২০০৫বেওয়াফাআঞ্জলী সাহা
কিঁউ কিড. তানভী খুরানা
দোস্তি: ফ্রেন্ডস ফরেভারআঞ্জলী
২০০৬৩৬ চায়না টাউনপ্রিয়া
চুপ চুপ কেশ্রুতি
ওমকারাডলি মিশ্রাফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
ডন: দ্যা চেজ বিগিনস এগেইনকামিনীবিশেষ উপস্থিতি
২০০৭কেয়া লাভ স্টোরি হ্যায়নিজ“ইট’স রকিং” গানে বিশেষ উপস্থিতি
যাব উই মেটগীত ধীলনফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০০৮হালা বোলনিজবিশেষ উপস্থিতি
তাশানপূজা সিং
রোডসাইড রোমিওলায়লাকণ্ঠ
গোলমাল রিটার্নসএকতা
২০০৯লাক বাই চান্সনিজবিশেষ উপস্থিতি
বিল্লুনিজ“মার্জানি” গানে বিশেষ উপস্থিতি
কমবখ্‌ত ইশ্‌কসিমরিতা রায়
ম্যায় অর মিসেস খান্নারায়না খান্না
কুরবানঅবন্তিকা আহুজা / খানমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
থ্রি ইডিয়টসপ্রিয়া সাহাস্ত্রবুদ্ধেমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১০মিলেঙ্গে মিলেঙ্গেপ্রিয়া মালোত্রা
উই আর ফ্যামিলিশ্রেয়া অরোরাফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
গোলমাল ৩ডাবুমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১১বডিগার্ডদিব্যা
রা.ওয়ানসোনিয়া শেখার সুব্রামানিউম
২০১২এক ম্যায় অর এক তুরিয়ানা ব্রাগাঞ্জা
এজেন্ট বিনোদইরাম পারভীন বিলাল /
ড. রুবি মেন্ডিস
রাউডি রাথোরনিজ“চিতা তা” গানে বিশেষ উপস্থিতি
হিরোইনমাহি অরোরা
তালাশরোজি / সিম্‌রান
দাবাং ২নিজ“ফেভিকল সে” গানে বিশেষ উপস্থিতি
২০১৩বোম্বে টকিজনিজ“আপ্‌না বোম্বে টকিজ” গানে বিশেষ উপস্থিতি
সত্যাগ্রহইয়াসমিন আহমেদ
গোরি তেরে পেয়ার মেদিয়া শর্মা
২০১৪সিংঘম রিটার্নস
হ্যাপি এন্ডিংবিশেষ উপস্থিতি
২০১৫গাব্বার ইজ ব্যাক‘তেরি মেরি কাহানি’ গানে বিশেষ উপস্থিতি
ব্রাদার্সনিজ ভূমিকায় (কারিনা কাপুর)মেরি নাম মেরি হে’ গানে বিশেষ উপস্থিতি
২০১৬কি এন্ড কাকিয়া বনসল / কি
উড়তা পাঞ্জাবপ্রীত সাহানি
*তালিকা সংশোধন এবং পরিমার্জন চলছে

আরও পড়ুন: পাঁচ ভাষায় অভিনয়ের পাশাপাশি ঈশা মডেলও ছিলেন

Continue Reading

বিনোদন

মোনালি বলেছিলেন তিনি বিবাহিত কিন্তু সত্যি কি তাই

Published

on

জন্ম ০৩ নভেম্বর ১৯৮৫

কলকাতা পশ্চিমবঙ্গ ভারত

পিতা শক্তি ঠাকুর

মাতা মিনতি ঠাকুর

দিদি মেহুলি ঠাকুর

জীবন সঙ্গী মাইখ রিখটার (অসমর্থিত)

সাল ২০২০। একটি জনপ্রিয় সর্ব ভারতীয় সংবাদপত্রের পাতা। সে পাতায় ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। ২০২০ সালে প্রকাশিত সেই সাক্ষাৎকারে মোনালি স্বীকার করেছিলেন যে তিনি বিবাহিত। তার তিন বছর আগে অর্থাৎ ২০১৭ সালে তিনি নাকি বিয়ে করেছেন। পাত্র এক সুইডিশ রেস্তোরাঁ মালিক। নাম মাইক রিখটার।

২০১৭ থেকে ২০২০। তিন বছর মোনালি তাঁর বিয়ে গোপন করেছিলেন। না কোন সংবাদ মাধ্যম। না কোন সমাজ মাধ্যম। কোথাও প্রকাশিত হয়নি মোনালির বিয়ের খবর। বিয়ের আংটি কখনও ভুলবশত ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যেত। তার থেকে অনেকে মোনালির বিয়ের খবর জানতে উৎসুক থাকতেন। কিন্তু মাইক এবং মোনালি দুজনেই অত্যন্ত সফল ভাবে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

এবার আসা যাক আর একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রের প্রসঙ্গে। তারিখ ১ আগস্ট ২০১৭। সেখানেও ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। শুরুতে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু মোনালি বিয়ের খবর অস্বীকার করেছেন। বলেছিলেন, ‘বিয়ে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বিয়ে হলে জানাবেন।’ এমন কি বয়ফ্রেণ্ডের নাম পর্যন্ত বলতে চাননি। কেন এত গোপনীয়তা, সেটা মোনানিই বলতে পারবেন।

মোনালি শক্তি ঠাকুরের ছোট মেয়ে। জন সমক্ষে প্রথম আবির্ভাব গায়িকা রূপে। অভিনয় তার পরে। বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’তে প্রথম অভিনয়। মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায়।  এরপর অভিনয় করেছেন আরও দু-একটি টেলিভিশন ধারাবাহিকে। এক দিন রাজা সেন প্রস্তাব দিলেন তাঁর ছবিতে অভিনয়ের জন্য। ছবির নাম ‘কৃষ্ণকান্তের উইল।’ মোনালিকে, রাজা সেন ভ্রমরের চরিত্রে ভেবেছিলেন।

Continue Reading

বিনোদন

টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

Published

on

দীপক ওরফে চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের এক সফল অভিনেতা এবং পরিচালক। তিনি প্রখ্যাত কার্টুনিস্ট শায়লা চক্রবর্তীর ছেলে। এছাড়াও তিনি একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 

চলচ্চিত্র তালিকা

সালচলচ্চিত্র/ ধারাবাহিকচরিত্রমন্তব্য/পুরস্কার
১৯৮১সোনায় সোহাগা অভিনেতা
১৯৮৯মর্যাদা পরিচালক
১৯৯৪ফিরিয়ে দাও পরিচালক
১৯৯৫কেঁচো খুঁড়তে কেউটে অভিনেতা এবং পরিচালক
১৯৯৫সংসার সংগ্রাম পরিচালক
১৯৯৬ভয় পরিচালক
২০০০বস্তির মেয়ে রাধা পরিচালক
২০০২মানুষ অমানুষ পরিচালক
২০১৪চতুষ্কোণ অভিনেতা
২০১৬ষড়রিপু অভিনেতা
২০১৬কিরীটী রায়কিরীটী রায়অভিনেতা (নাম ভূমিকা)
* সংশোধন/সংযোজন/পরিমার্জন চলছে

আরও পড়ুন: পদ্মিনীর নাচ দেখে রাজ কাপুর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন

Continue Reading

বিনোদন

নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে

Published

on

ছোটবেলায় নাচতে ভালো লাগত। আশাজি সম্পর্কে মামি। মামির গান খুব পছন্দ। মামির গানে নাচতে দারুণ লাগে। নাচের মুদ্রা কিন্তু নিজস্ব। সে মুদ্রা কেউ শেখায়নি। গান আশাজির, স্টেপ নিজের। কোন এক অনুষ্ঠানে, পদ্মিনী এভাবেই নাচছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ কাপুর। দেখছিলেন পদ্মিনীর নাচ। নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে। পদ্মিনীর তখন কি এমন বয়স। বলিষ্ঠ স্বরে বলেছিলেন, আমি তো অভিনয় করি। এই আত্মবিশ্বাস রাজের ভালো লেগেছিল। পদ্মিনী মনে করেন, সম্ভবত এই কারণে রাজ কাপুর তাঁকে ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে নিয়েছিলেন। 

পিতা পন্ধরীনাথ কোলহাপুরী। মা নিরুপমা কোলহাপুরী। তিন বোনের মধ্যে পদ্মিনী কোলহাপুরী দ্বিতীয়। বড় বোন শিভাঙ্গী কোলহাপুরীকে বিয়ে করেছেন শক্তি কাপুর। ছোট বোন তেজস্বিনী কোলহাপুরীও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পদ্মিনীর ঠাকুরদা পণ্ডিত কৃষ্ণ রাও কোলহাপুরী এবং লতাজি, আশাজির পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ‘বলবন্ত নাটক আকাদেমি’তে এক সাথে কাজ করেছেন। পদ্মিনীর মা নিরুপমা (পন্ধরীনাথের স্ত্রী) ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সৎ বোন। সেই সূত্রে, পদ্মিনী আবার লতাজি এবং আশাজির ভাগ্নী।

আরও পড়ুন: ঋষিকেশ বহিরাগত হয়েও বলিউডে জায়গা করে নিয়েছিলেন

পদ্মিনীর মা নিরুপমা ছিলেন কোঙ্কণী ব্রাহ্মণ সন্তান। বসবাস ছিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে। বাবার তরফে, পদ্মিনীর পূর্ব পুরুষের বসবাস ছিল মহারাষ্ট্রের কোলহাপুরে। মূলত পিতৃ সূত্রে, পদ্মিনীর নামের সাথে যুক্ত হয়েছে কোলহাপুর।

মধ্যবিত্ত মহারাষ্ট্রীয় কোঙ্কণী পরিবারের সন্তান, পদ্মিনীর ছোট বেলা কেটেছে প্রবল দারিদ্রের মধ্যে। পদ্মিনী দেখেছে, সংসার চালাতে বাবা কেমন হিমশিম খেতেন। আয় বাড়াতে, পন্ধরীনাথ গান শেখাতে শুরু করেছিলেন। তাতে অবশ্য সংসারের হাল ফিরেছিল। তবে তা সেরকম কিছু নয়।

Continue Reading