Connect with us

বিনোদন

বয়স পঁচাত্তর প্রতি দিন জিমে যান ভাবা যায়

Published

on

শুভ জন্মদিন রাকেশ রোশন

চলচ্চিত্র তালিকা

সালচলচ্চিত্রচরিত্রমন্তব্য
১৯৭০ঘর ঘর কি কহানি সুরেশ 
১৯৭১মানব মন্দির        রামু 
পরায় ধনশঙ্কর 
সীমা  
১৯৭২আঁখোঁ আঁখোঁ মে রাকেশ রায় 
আঁখ মিছোলি      রবি 
বুনিয়াদ  অজিত কুমার 
১৯৭৩এক কুনওয়ারি এক কুনওয়ারাহরিশ ভাটিয়া 
নাফরাতপ্রকাশ    
১৯৭৪গুঞ্জ      রাকেশ কুমার       
পুগলি   রাজা 
ত্রিমূর্তি               নান্দু 
মাধোষ  গোল্ডি 
১৯৭৫খেলা খেল মে     বিক্রম “ভিকি”      
আকরামন          লেফটেন্যান্ট সুনীল মেহরা 
জখমী   অমর 
১৯৭৬বুলেট    ইন্সপেক্টর রাজেশ 
জিনি অর জনি     বিশেষ উপস্থিতি   
রইসজাদা           বিশেষ উপস্থিতি 
১৯৭৭আনন্দ আশ্রম      প্রকাশ ড 
চালতা পুরজাইন্সপেক্টর সুনীল ভার্মা 
প্রিয়তমারাকেশ 
হাতিয়ারাইন্সপেক্টর প্রকাশ 
হাইওয়ান           বন্ধুত্বপূর্ণ চেহারা 
১৯৭৮আহুতি  ভারত প্রসাদ 
দিল অর দিওয়ার  চান্দু 
খাট্টা মিঠা          ফিরোজ সেঠনা 
দেবতা  জর্জ 
১৯৭৯গঙ্গা অর গীতা     বন্ধুত্বপূর্ণ চেহারা 
ঝুটা কাহি কা      বিজয় রাই/বিক্রম 
ঢোঙ্গি    ইন্সপেক্টর থাপা 
খান্দান  রাকেশ   
প্রেম জাল          মহেন্দ্র 
ইকরার  হিরো 
আঙ্গন কি কালী    আনমোল 
১৯৮০আপ কে দিওয়ানেরহিমঅভিনেতা ও প্রযোজক
ইউনিস-বিস       দেব 
নিয়ত্    অজয় 
পেয়ারা দুশমন    রাজা 
খুবসুরাতইন্দ্র গুপ্ত 
১৯৮১ভুলা না দেনা      অরুণ 
নারি      সূর্য সিংহ 
দাসী     অনুপ     
ধনওয়ানঅনিল 
হোটেল বিজয় 
হকদার  রাকেশ 
জিনে কি আরজু   রবি 
১৯৮২হাতকড়িবলদেব মিত্তল 
ভাকিল বাবু        প্রেম ওবেরয় 
তিসরি আঁখ        আনন্দ 
হামারি বহু অলকাপ্রতাপচাঁদ 
জীবন ধারা          কমল পাল সিং 
শ্রীমান শ্রীমতী      রাজেশ কুমার 
কামচোরসুরাজঅভিনেতা ও প্রযোজক
ওয়াক্ত ওয়াক্ত কি বাতইন্সপেক্টর শঙ্কর 
বাওরি   শ্যাম ভরদ্বাজ 
বেগুনাহ কায়দি   অতিথির ভূমিকায় 
১৯৮৩শুভ কামনারতন 
জিত হামারী        আনন্দ 
১৯৮৪মেন কাতিল হুন  অতিথির ভূমিকায় 
হাসতে খেলতে   রাকেশ 
আওয়াজইন্সপেক্টর বিজয় গুপ্তা 
জিন্দেগি জিনে কে লিয়েঅশোক 
জাগ্ উঠা ইনসান ব্রহ্মানন্দ চতুর্বেদী “নান্দু”অভিনেতা ও প্রযোজক
১৯৮৫পিয়াসি হোঁটআনন্দ 
বহু কি আওয়াজ  বিমল শ্রীবাস্তব 
মহাগুরু সুভাষ 
আখির কিঁউ?      কবির সুরি 
জুলম কা বদলা    ইন্সপেক্টর অনিল ভার্মা 
পাত্থার দিল         চন্দর 
কালা সুরাজইন্সপেক্টর প্রতাপ সিং 
হাভেলি কুমার সাক্সেনা 
১৯৮৬মাক্কার   রাজ 
খামোশ নিগাহে্  
ভগবান দাদা       স্বরূপঅভিনেতা ও প্রযোজক
এক অর সিকান্দারইন্সপেক্টর অমর ভার্মা 
অনুভব  অমিত কুমার 
১৯৮৭মেরা ইয়ার মেরা দুশমনঅশোক 
ডাকু হাসিনা        এসপি রঞ্জিত সাক্সেনা 
খুদগার্জ পরিচালক ও প্রযোজক
১৯৮৮রামকুদি ঝামকুদিবিশেষ উপস্থিতিরাজস্থানী চলচ্চিত্র
লগাম হও          বিশেষ উপস্থিতি 
পাইঘাম নাসির খান 
খুন ভরি মাং       বিক্রম সাক্সেনাঅভিনেতা, পরিচালক এবং প্রযোজক
১৯৮৯কালা বাজার পরিচালক
বহুরানী  অমিত চৌধুরী 
১৯৯০শারারাতঅতিথির ভূমিকায় 
কিষেন কানহাইয়া পরিচালক ও প্রযোজক
১৯৯২খেলা    তারা জয়সিংহের ম্যানেজারপরিচালক ও অভিনেতা
১৯৯৩রাজা চাচা পরিচালক ও প্রযোজক
১৯৯৫প্যায়ার দো প্যায়ার লোঅতিথির ভূমিকাবিলম্বিত চলচ্চিত্র
করণ অর্জুন পরিচালক ও প্রযোজক
আকেলে হাম আকেলে তুমপরেশ কাপুর 
১৯৯৬আওরাত আওরাতরাকেশ “গুড্ডু”     
১৯৯৭কয়লা পরিচালক ও প্রযোজক
কৌন সাচ্চা কৌন ঘুথা৷ প্রযোজক
১৯৯৯মাঅমর খান্না           
২০০০কাহো না… পেয়ার হ্যায় পরিচালক ও প্রযোজক
করোবার পরিচালক
২০০৩কোই… মিল গায়াসঞ্জয় মেহরাক্যামিও অ্যাপিয়ারেন্স
২০০৬কৃষ      সঞ্জয় মেহরাক্যামিও অ্যাপিয়ারেন্স
২০০৭ওম শান্তি ওম      রাকেশ রোশনক্যামিও অ্যাপিয়ারেন্স
২০০৮ক্র্যাজি ৪ প্রযোজক
২০১০কাইটস প্রযোজক
২০১৩ক্রিশ ৩  সঞ্জয় মেহরাক্যামিও অ্যাপিয়ারেন্স
২০১৭কাবিল    প্রযোজক
২০২৫কৃষ ৪    সঞ্জয় মেহরাক্যামিও অ্যাপিয়ারেন্স
শাহেনশাহ         বিচারকঅভিনেতা ও প্রযোজক
*তালিকা সংশোধন চলছে #যেখানে মন্তব্য নেই ধরে নিতে হবে, অভিনয় করেছেন

পড়ুন: হৃষিকেশ মুখার্জি বহিরাগত হয়েও বলিউডে জায়গা করে নিয়েছিলেন

Continue Reading

বিনোদন

মোনালি বলেছিলেন তিনি বিবাহিত কিন্তু সত্যি কি তাই

Published

on

জন্ম ০৩ নভেম্বর ১৯৮৫

কলকাতা পশ্চিমবঙ্গ ভারত

পিতা শক্তি ঠাকুর

মাতা মিনতি ঠাকুর

দিদি মেহুলি ঠাকুর

জীবন সঙ্গী মাইখ রিখটার (অসমর্থিত)

সাল ২০২০। একটি জনপ্রিয় সর্ব ভারতীয় সংবাদপত্রের পাতা। সে পাতায় ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। ২০২০ সালে প্রকাশিত সেই সাক্ষাৎকারে মোনালি স্বীকার করেছিলেন যে তিনি বিবাহিত। তার তিন বছর আগে অর্থাৎ ২০১৭ সালে তিনি নাকি বিয়ে করেছেন। পাত্র এক সুইডিশ রেস্তোরাঁ মালিক। নাম মাইক রিখটার।

২০১৭ থেকে ২০২০। তিন বছর মোনালি তাঁর বিয়ে গোপন করেছিলেন। না কোন সংবাদ মাধ্যম। না কোন সমাজ মাধ্যম। কোথাও প্রকাশিত হয়নি মোনালির বিয়ের খবর। বিয়ের আংটি কখনও ভুলবশত ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যেত। তার থেকে অনেকে মোনালির বিয়ের খবর জানতে উৎসুক থাকতেন। কিন্তু মাইক এবং মোনালি দুজনেই অত্যন্ত সফল ভাবে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

এবার আসা যাক আর একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রের প্রসঙ্গে। তারিখ ১ আগস্ট ২০১৭। সেখানেও ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। শুরুতে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু মোনালি বিয়ের খবর অস্বীকার করেছেন। বলেছিলেন, ‘বিয়ে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বিয়ে হলে জানাবেন।’ এমন কি বয়ফ্রেণ্ডের নাম পর্যন্ত বলতে চাননি। কেন এত গোপনীয়তা, সেটা মোনানিই বলতে পারবেন।

মোনালি শক্তি ঠাকুরের ছোট মেয়ে। জন সমক্ষে প্রথম আবির্ভাব গায়িকা রূপে। অভিনয় তার পরে। বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’তে প্রথম অভিনয়। মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায়।  এরপর অভিনয় করেছেন আরও দু-একটি টেলিভিশন ধারাবাহিকে। এক দিন রাজা সেন প্রস্তাব দিলেন তাঁর ছবিতে অভিনয়ের জন্য। ছবির নাম ‘কৃষ্ণকান্তের উইল।’ মোনালিকে, রাজা সেন ভ্রমরের চরিত্রে ভেবেছিলেন।

Continue Reading

বিনোদন

টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

Published

on

দীপক ওরফে চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের এক সফল অভিনেতা এবং পরিচালক। তিনি প্রখ্যাত কার্টুনিস্ট শায়লা চক্রবর্তীর ছেলে। এছাড়াও তিনি একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 

চলচ্চিত্র তালিকা

সালচলচ্চিত্র/ ধারাবাহিকচরিত্রমন্তব্য/পুরস্কার
১৯৮১সোনায় সোহাগা অভিনেতা
১৯৮৯মর্যাদা পরিচালক
১৯৯৪ফিরিয়ে দাও পরিচালক
১৯৯৫কেঁচো খুঁড়তে কেউটে অভিনেতা এবং পরিচালক
১৯৯৫সংসার সংগ্রাম পরিচালক
১৯৯৬ভয় পরিচালক
২০০০বস্তির মেয়ে রাধা পরিচালক
২০০২মানুষ অমানুষ পরিচালক
২০১৪চতুষ্কোণ অভিনেতা
২০১৬ষড়রিপু অভিনেতা
২০১৬কিরীটী রায়কিরীটী রায়অভিনেতা (নাম ভূমিকা)
* সংশোধন/সংযোজন/পরিমার্জন চলছে

আরও পড়ুন: পদ্মিনীর নাচ দেখে রাজ কাপুর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন

Continue Reading

বিনোদন

নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে

Published

on

ছোটবেলায় নাচতে ভালো লাগত। আশাজি সম্পর্কে মামি। মামির গান খুব পছন্দ। মামির গানে নাচতে দারুণ লাগে। নাচের মুদ্রা কিন্তু নিজস্ব। সে মুদ্রা কেউ শেখায়নি। গান আশাজির, স্টেপ নিজের। কোন এক অনুষ্ঠানে, পদ্মিনী এভাবেই নাচছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ কাপুর। দেখছিলেন পদ্মিনীর নাচ। নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে। পদ্মিনীর তখন কি এমন বয়স। বলিষ্ঠ স্বরে বলেছিলেন, আমি তো অভিনয় করি। এই আত্মবিশ্বাস রাজের ভালো লেগেছিল। পদ্মিনী মনে করেন, সম্ভবত এই কারণে রাজ কাপুর তাঁকে ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে নিয়েছিলেন। 

পিতা পন্ধরীনাথ কোলহাপুরী। মা নিরুপমা কোলহাপুরী। তিন বোনের মধ্যে পদ্মিনী কোলহাপুরী দ্বিতীয়। বড় বোন শিভাঙ্গী কোলহাপুরীকে বিয়ে করেছেন শক্তি কাপুর। ছোট বোন তেজস্বিনী কোলহাপুরীও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পদ্মিনীর ঠাকুরদা পণ্ডিত কৃষ্ণ রাও কোলহাপুরী এবং লতাজি, আশাজির পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ‘বলবন্ত নাটক আকাদেমি’তে এক সাথে কাজ করেছেন। পদ্মিনীর মা নিরুপমা (পন্ধরীনাথের স্ত্রী) ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সৎ বোন। সেই সূত্রে, পদ্মিনী আবার লতাজি এবং আশাজির ভাগ্নী।

আরও পড়ুন: ঋষিকেশ বহিরাগত হয়েও বলিউডে জায়গা করে নিয়েছিলেন

পদ্মিনীর মা নিরুপমা ছিলেন কোঙ্কণী ব্রাহ্মণ সন্তান। বসবাস ছিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে। বাবার তরফে, পদ্মিনীর পূর্ব পুরুষের বসবাস ছিল মহারাষ্ট্রের কোলহাপুরে। মূলত পিতৃ সূত্রে, পদ্মিনীর নামের সাথে যুক্ত হয়েছে কোলহাপুর।

মধ্যবিত্ত মহারাষ্ট্রীয় কোঙ্কণী পরিবারের সন্তান, পদ্মিনীর ছোট বেলা কেটেছে প্রবল দারিদ্রের মধ্যে। পদ্মিনী দেখেছে, সংসার চালাতে বাবা কেমন হিমশিম খেতেন। আয় বাড়াতে, পন্ধরীনাথ গান শেখাতে শুরু করেছিলেন। তাতে অবশ্য সংসারের হাল ফিরেছিল। তবে তা সেরকম কিছু নয়।

Continue Reading