Connect with us

বিনোদন

অমিতাভ বচ্চন এবার মোবাইলের খুদে পর্দায়

Published

on

Shoojit Sircar, Juhi Chaturvedi and Amitabh, trio in Gulabo Sitabo

লখনৌ শহরের বুকে বাপ-ঠাকুর্দার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া মির্জা চুন্নন নওয়াব (Amitabh Bachchan ) একটি জরাজীর্ণ প্রাসাদোপম বাড়ির মালিক এবং বাঁকে রাস্তোগী (Ayushmann Khurrana) সে বাড়িতে এক ভাড়াটে। সুযোগ পেলে কেউ কাউকে ছেড়ে কথা কয় না। বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে এক বিচিত্র সম্পর্কের পটভূমিকায়, ভিকি ডোনর (Vicky Donor, 2012), ম্যাড্রাস কাফে (Madras Café, 2013), পিকু(Piku, 2015) এবং  অক্টোবর (October, 2018) –র পরে নির্দেশক সুজিত সরকার (Shoojit Sircar) এবং চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী (Juhi Chaturvedi) জুড়ির পঞ্চম ছবি গুলাবো সিতাবো Gulabo Sitabo আজ দুপুর বারোটায় মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video)  

বকেয়া ভাড়া আদায় করতে গিয়ে মির্জা আর বাঁকের মধ্যে যখন তখন খিটিমিটি লাগে। তিতিবিরক্ত মির্জা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় বাড়ি বেচে দেবে। গালি বয় (Gully Boy) খ্যাত বিজয় রাজ (Vijay Raaz) এ ছবিতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ (Archaeological  Survey of India)-র এক আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন। মির্জার অতি পুরাতন বাড়িটিকে বিজয় ঐতিহাসিক সৌধ রূপে ঘোষণা করলে মির্জা পড়ে যায় মহা ফ্যাসাদে।  

মুক্তি পাওয়ার আগে গুলাবো সিতারো ইতিমধ্যে কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছে। COVID 19 মারণ ভাইরাসের কারণে, ছবিটির মুক্তি পিছিয়ে যায়। Kino Films কিনো ফিল্মের সহযোগিতায় Rising Sun Films রাইজিং সান ফিল্মসের ব্যানারে Ronnie Lahiri রনি লাহিড়ী এবং Sheel Kumar শীল কুমার প্রযোজক জুটি শেষ পর্যন্ত ছবিটি ডি়জিটাল মাধ্যমে মুক্তির সিদ্ধান্ত নেয় যা নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। তবে কি সিনেমা হল ছে়ড়ে ওয়েব প্লাটফর্মে নতুন ছবি মুক্তির চল তৈরি হল?

 

বছরভর যেখানে মাল্টিপ্লেক্সগুলো সুপারস্টার বিগ বি-র অভিনীত কোন ছবির মুক্তির দিকে তাকিয়ে থাকে, সেখানে গুলাবোর প্রযোজকদের এই সিদ্ধান্ত যে হল মালিকদের খুশি করবে না সেটা বলাই বাহুল্য। এক পা এগিয়ে Inox আইনক্স কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছে।

 

সব বিতর্কের অবসান ঘটিয়ে, গুলাবো দর্শকদের মন জয় করতে পারে কি না, সেটাই এখন দেখার। ছবিটি মুক্তি পেতে চলেছে আর কিছুক্ষণ পরে, ঠিক দুপুর বারোটায়। 

 

 

 

Continue Reading

বিনোদন

মোনালি বলেছিলেন তিনি বিবাহিত কিন্তু সত্যি কি তাই

Published

on

জন্ম ০৩ নভেম্বর ১৯৮৫

কলকাতা পশ্চিমবঙ্গ ভারত

পিতা শক্তি ঠাকুর

মাতা মিনতি ঠাকুর

দিদি মেহুলি ঠাকুর

জীবন সঙ্গী মাইখ রিখটার (অসমর্থিত)

সাল ২০২০। একটি জনপ্রিয় সর্ব ভারতীয় সংবাদপত্রের পাতা। সে পাতায় ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। ২০২০ সালে প্রকাশিত সেই সাক্ষাৎকারে মোনালি স্বীকার করেছিলেন যে তিনি বিবাহিত। তার তিন বছর আগে অর্থাৎ ২০১৭ সালে তিনি নাকি বিয়ে করেছেন। পাত্র এক সুইডিশ রেস্তোরাঁ মালিক। নাম মাইক রিখটার।

২০১৭ থেকে ২০২০। তিন বছর মোনালি তাঁর বিয়ে গোপন করেছিলেন। না কোন সংবাদ মাধ্যম। না কোন সমাজ মাধ্যম। কোথাও প্রকাশিত হয়নি মোনালির বিয়ের খবর। বিয়ের আংটি কখনও ভুলবশত ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যেত। তার থেকে অনেকে মোনালির বিয়ের খবর জানতে উৎসুক থাকতেন। কিন্তু মাইক এবং মোনালি দুজনেই অত্যন্ত সফল ভাবে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

এবার আসা যাক আর একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রের প্রসঙ্গে। তারিখ ১ আগস্ট ২০১৭। সেখানেও ছাপা হয়েছিল মোনালির একটি সাক্ষাৎকার। শুরুতে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু মোনালি বিয়ের খবর অস্বীকার করেছেন। বলেছিলেন, ‘বিয়ে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বিয়ে হলে জানাবেন।’ এমন কি বয়ফ্রেণ্ডের নাম পর্যন্ত বলতে চাননি। কেন এত গোপনীয়তা, সেটা মোনানিই বলতে পারবেন।

মোনালি শক্তি ঠাকুরের ছোট মেয়ে। জন সমক্ষে প্রথম আবির্ভাব গায়িকা রূপে। অভিনয় তার পরে। বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’তে প্রথম অভিনয়। মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায়।  এরপর অভিনয় করেছেন আরও দু-একটি টেলিভিশন ধারাবাহিকে। এক দিন রাজা সেন প্রস্তাব দিলেন তাঁর ছবিতে অভিনয়ের জন্য। ছবির নাম ‘কৃষ্ণকান্তের উইল।’ মোনালিকে, রাজা সেন ভ্রমরের চরিত্রে ভেবেছিলেন।

Continue Reading

বিনোদন

টিভি থেকে সিনেমা এবং রাজনীতি চিরঞ্জিত সবেতে সফল

Published

on

দীপক ওরফে চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের এক সফল অভিনেতা এবং পরিচালক। তিনি প্রখ্যাত কার্টুনিস্ট শায়লা চক্রবর্তীর ছেলে। এছাড়াও তিনি একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 

চলচ্চিত্র তালিকা

সালচলচ্চিত্র/ ধারাবাহিকচরিত্রমন্তব্য/পুরস্কার
১৯৮১সোনায় সোহাগা অভিনেতা
১৯৮৯মর্যাদা পরিচালক
১৯৯৪ফিরিয়ে দাও পরিচালক
১৯৯৫কেঁচো খুঁড়তে কেউটে অভিনেতা এবং পরিচালক
১৯৯৫সংসার সংগ্রাম পরিচালক
১৯৯৬ভয় পরিচালক
২০০০বস্তির মেয়ে রাধা পরিচালক
২০০২মানুষ অমানুষ পরিচালক
২০১৪চতুষ্কোণ অভিনেতা
২০১৬ষড়রিপু অভিনেতা
২০১৬কিরীটী রায়কিরীটী রায়অভিনেতা (নাম ভূমিকা)
* সংশোধন/সংযোজন/পরিমার্জন চলছে

আরও পড়ুন: পদ্মিনীর নাচ দেখে রাজ কাপুর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন

Continue Reading

বিনোদন

নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে

Published

on

ছোটবেলায় নাচতে ভালো লাগত। আশাজি সম্পর্কে মামি। মামির গান খুব পছন্দ। মামির গানে নাচতে দারুণ লাগে। নাচের মুদ্রা কিন্তু নিজস্ব। সে মুদ্রা কেউ শেখায়নি। গান আশাজির, স্টেপ নিজের। কোন এক অনুষ্ঠানে, পদ্মিনী এভাবেই নাচছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ কাপুর। দেখছিলেন পদ্মিনীর নাচ। নাচ দেখে রাজ কাপুর বলেছিলেন আমার ছবিতে অভিনয় করবে। পদ্মিনীর তখন কি এমন বয়স। বলিষ্ঠ স্বরে বলেছিলেন, আমি তো অভিনয় করি। এই আত্মবিশ্বাস রাজের ভালো লেগেছিল। পদ্মিনী মনে করেন, সম্ভবত এই কারণে রাজ কাপুর তাঁকে ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে নিয়েছিলেন। 

পিতা পন্ধরীনাথ কোলহাপুরী। মা নিরুপমা কোলহাপুরী। তিন বোনের মধ্যে পদ্মিনী কোলহাপুরী দ্বিতীয়। বড় বোন শিভাঙ্গী কোলহাপুরীকে বিয়ে করেছেন শক্তি কাপুর। ছোট বোন তেজস্বিনী কোলহাপুরীও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পদ্মিনীর ঠাকুরদা পণ্ডিত কৃষ্ণ রাও কোলহাপুরী এবং লতাজি, আশাজির পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ‘বলবন্ত নাটক আকাদেমি’তে এক সাথে কাজ করেছেন। পদ্মিনীর মা নিরুপমা (পন্ধরীনাথের স্ত্রী) ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সৎ বোন। সেই সূত্রে, পদ্মিনী আবার লতাজি এবং আশাজির ভাগ্নী।

আরও পড়ুন: ঋষিকেশ বহিরাগত হয়েও বলিউডে জায়গা করে নিয়েছিলেন

পদ্মিনীর মা নিরুপমা ছিলেন কোঙ্কণী ব্রাহ্মণ সন্তান। বসবাস ছিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে। বাবার তরফে, পদ্মিনীর পূর্ব পুরুষের বসবাস ছিল মহারাষ্ট্রের কোলহাপুরে। মূলত পিতৃ সূত্রে, পদ্মিনীর নামের সাথে যুক্ত হয়েছে কোলহাপুর।

মধ্যবিত্ত মহারাষ্ট্রীয় কোঙ্কণী পরিবারের সন্তান, পদ্মিনীর ছোট বেলা কেটেছে প্রবল দারিদ্রের মধ্যে। পদ্মিনী দেখেছে, সংসার চালাতে বাবা কেমন হিমশিম খেতেন। আয় বাড়াতে, পন্ধরীনাথ গান শেখাতে শুরু করেছিলেন। তাতে অবশ্য সংসারের হাল ফিরেছিল। তবে তা সেরকম কিছু নয়।

Continue Reading